ঢাবি-এ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- 11 Comments
- by Mostak Ahmed
- Latest News
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা’র উদ্যোগে শিশু-কিশোরদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা ৪টি বিভাগে যথাক্রমে ‘ক’ বিভাগে শিশু-তৃতীয় শ্রেণি (বিষয় : উন্মুক্ত), ‘খ’ বিভাগে ৪র্থ-ষষ্ঠ শ্রেণি (বিষয় : উন্মুক্ত), ‘গ’ বিভাগে ৭ম-দ্বাদশ শ্রেণি (বিষয় : ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ) এবং ‘ঘ’ বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (বিষয় : উন্মুক্ত) অনুষ্ঠিত হবে। কাগজের মাপ হিসেবে ‘ক’ বিভাগে (১১ ইঞ্চি x ১৬ ইঞ্চি কার্টিজ পেপার) এবং ‘খ’ থেকে ‘ঘ’ বিভাগে (১৬ ইঞ্চি x ২২ ইঞ্চি কার্টিজ পেপার) নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী শুধুমাত্র ১টি ছবি প্রতিযোগিতায় জমা দিতে পারবে। ছবির পেছনে প্রতিযোগীর নাম, শ্রেণি (যদি থাকে), বয়স, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং ফোন নম্বর লিখতে হবে। ছবির সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের (যদি থাকে) আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে। ছবি সরাসরি অথবা কুরিয়ার/ডাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে পরিচালক, ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা, পলাশী, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পৌছাতে হবে। প্রতি গ্রুপে ১ম, ২য়, ৩য় পুরস্কারসহ আরও ৪টি বিশেষ পুরস্কার দেয়া হবে। এছাড়া, প্রত্যেক গ্রুপের মোট ১-১০ম স্থান অধিকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
এছাড়া, চিত্রাঙ্কন সম্পর্কে যে কোন তথ্যের জন্য ০১৮৫৮৪৪৪১৭৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
——————–
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

Mostak Ahmed
11 Responses
Leave a Reply Cancel reply
Subscribe For Newsletter

The Department of Banking was established on 21 August 2004 under FBS and later in 2011, it was renamed as Department of Banking and Insurance. The vision of the Department is to be a recognized leader in developing talent in banking, insurance and other financial services, and to generate ideas to create opportunity by ensuring sustainable growth for them in Bangladesh and around the globe.
555
555
555
-1 OR 2+653-653-1=0+0+0+1 —
-1″ OR 2+306-306-1=0+0+0+1 —
(select(0)from(select(sleep(15)))v)/*’+(select(0)from(select(sleep(15)))v)+'”+(select(0)from(select(sleep(15)))v)+”*/
1′”
555
555